নিজস্ব প্রতিনিধি, কেশবপুর(যশোর) :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় দ্রত সুস্ত্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বাদ আসর দলীয় কার্যালয়ে কেশবপুর থানা ও পৌর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল পুর্ব আলোচনায় উপস্থিত ছিলেন , কেশবপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, ওবায়দুল হক, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, আব্দুল হালিম অটল , ইব্রাহিম হোসেন বিশ্বাস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপন, মেহেদী বিশ্বাস, ছাত্রদল নেতা আজিজুর রহমান, সবুজ, ফরহাদ, এস এম ফারুক প্রমুখ । উল্লেখ্য তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। দোয়া পরিচালনা করেন হাফেজ ইমাম হুসাইন।