হোম ফিচার ‘বিএনপি নির্বাচন ভয় পায়, তাই বলে ট্রেন দাঁড়িয়ে থাকবে না’

রাজনীতি ডেস্ক :

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে ভূমিকা রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানোর বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিজস্ব বিষয়, এটি আওয়ামী লীগ বা সরকারের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় নির্বাচনকে ভয় পায়। কিন্তু বিএনপির জন্য নির্বাচনের ট্রেন দাঁড়িয়ে থাকবে না। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বিএনপি নির্বাচনে অংশ নেবে–এমন প্রত্যাশা ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে কে আসবে আর কে আসবে না, সেটা কোনো বিষয় নয়। নির্বাচনভীতি কাটিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে, সেটাই আশা করি।’

এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেনের গ্রেফতার নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, ‘মিছিল করার সঙ্গে ইশরাক হোসেনকে গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। ইশরাক হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আদালত দেখবেন।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন