হোম রাজনীতি বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড ও নাশকতায় মেতে উঠেছে: হুইপ গিনি

রাজনীতি ডেস্ক:

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড ও নাশকতায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধার সদর আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধায় জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ মাহবুব আরা বেগম গিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, গাইবান্ধা পৌর সভার মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন