রাজনীতি ডেস্ক:
বিএনপি-জামায়াত দেশে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিখিল বলেন, আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন যারা দেখে তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের মানুষ যদি জীবিত থাকে তবে শেখ হাসিনার ওপর আর কোনো হামলা আমরা হতে দেবো না। ওই বিএনপি-জামায়াত যদি আসে আমাদের নেত্রীর ওপর হামলা করতে; তবে তাদের এক বিন্দু ছাড় আমরা দেবো না।
যুবলীগের এ নেতা বলেন, মরতে হয় মরবো—তাও দেশের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে পুনরায় আবার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনবো।
নিখিল বলেন, খুনি জিয়াউর রহমান ও তার ছেলে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছি। এ দাবি শুধু যুবলীগের না এই দাবি দেশের প্রত্যেকটি মানুষের।
তিনি বলেন, ২১ আগস্ট জোট সরকার এবং তারেকের নেতৃত্বে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। এই হামলায় আমাদের অনেক নেতাকর্মী নিহত ও আহত হন। ওই হামলার পর কোনো ডাক্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের চিকিৎসা করতে চায় নাই, সেখানে বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে আমাদের আহত নেতাকর্মীদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা–কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা–কর্মী।