হোম অন্যান্যসারাদেশ বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রিপনের বিক্ষোভ মিছিল

তানভীর আনজুম, জবি প্রতিনিধি:

রাজনৈতিক দল বিএনপি-জামায়াত টানা তিন দিনের অবরোধ ডেকেছে।এ অবৈধ অবরোধের প্রতিবাদে রাজধানী পুরান ঢাকার যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-০৫ আসনের আওতাধীন শনিআখরা, দনিয়া কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি-জামাতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল, কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শারমিন রহমান কাকলি, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ঝর্না হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির,একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন বলেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। যাত্রাবাড়ী এলাকায় তাদের কোন নৈরাজ্য হতে দিবো না। শেখ হাসিনার নির্দেশে আমরা সব সময় মাঠে আছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন