হোম খুলনাসাতক্ষীরা বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা দোয়া অনুষ্ঠিত

বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা দোয়া অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে রবিবার বিকেল সাড়ে ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতী।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক এড. আকবর আলী, জেলা ওলামাদলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা পৌরসভা মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আহনাফ।
এসময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন