হোম অন্যান্যসারাদেশ বিএনপি ও সমমনা দলের নেতাদের আলোচনার আমন্ত্রণ সিইসির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সমমনা দলের নেতাদের আলোচনার জন্য চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বিএনপি। চিঠিটি বিএনপির মহাসচিবের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে দলটির দফতর।

চিঠিতে সংলাপের দিনক্ষণ উল্লেখ না করে বিএনপির কাছে তারিখ চেয়েছে ইসি। বিএনপি যে তারিখে বসতে চায়, কমিশন সে তারিখেই সংলাপে বসতে আগ্রহী।

চিঠিতে বর্তমান ইসি ও আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথা তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান কমিশনের প্রতি অনাস্থা ব্যক্ত করে প্রত্যাখ্যান করে আসছে। আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপনাদের এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনও মাঠের আন্দোলনে সক্রিয় বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ঘোষণাও দিয়েছেন দলটির নেতারা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে তাদের সব ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আসছে বিএনপি। তবুও আগামী নির্বাচন নিয়ে দলটির নেতাদের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন