হোম জাতীয় বিএনপির সময় ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক:

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বিএনপির সময় । ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছিল। আর আওয়ামী লীগের আমলে শতভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ দেয়ার কথা বলে খাম্বা লাগিয়েছে।

হাছান মাহমুদ বলেন, বিশ্ব মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ সমস্যা সাময়িক। যা ১৫ দিনের মধ্যে দূর হবে।

তথ্যমন্ত্রী এ-ও বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী সেই সরকারের প্রধান হবে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের কথা বলছে। নিরপেক্ষ সরকারের ব্যাখ্যা দিক তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন