হোম ফিচার বিএনপির সমাবেশে ‘নারায়ে তাকরির’ স্লোগান সাকাপুত্রের

রাজনীতি ডেস্ক :

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়েছেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ স্লোগান দেন তিনি।

হুম্মাম কাদের বলেন, ‘বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি নিজে কোনো বড় নেতা হিসেবে নয়। আজ এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সকলে সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারো নেই। এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। বাধ্য করব প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে যেতে হবে। যাবার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই: নারায়ে তাকবির… নারায়ে তাকবির… নারায়ে তাকবির…।’

এ সময় প্রত্যুত্তরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘আল্লাহ আকবর’ ধ্বনি উচ্চারণ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন