হোম ফিচার বিএনপির সব কর্মসূচিতে পাহারায় থাকবে আ. লীগ: তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্ক :

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সব কর্মসূচিতে পাহারায় থাকবে আওয়ামী লীগ।

বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা বিএনপির সকল কর্মকাণ্ডের সময় সতর্ক দৃষ্টি রাখব, সতর্ক পাহারায় থাকব। এ দেশে আর কখনও ২০১৩, ১৪ সালের মতো অবস্থা সৃষ্টি করতে দেয়া হবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে আজকে ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান সকল নেতাকর্মীকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাস আর ছাত্রলীগের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আজকের দিনে আমার প্রত্যাশা হরে অতীতের গৌরব উজ্জ্বল পথ বেয়ে ছাত্রলীগ বাংলাদেশকে ভবিষ্যতের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন