হোম ফিচার বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে ধোঁয়াশা, পক্ষে-বিপক্ষে মত

রাজনীতি ডেস্ক :

বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে দলের মধ্যে এখনো ধোঁয়াশা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লবিস্ট নিয়োগের বিষয় স্বীকার করলেও পাঁচ মিনিটের ব্যবধানেই সরে আসেন সেই বক্তব্য থেকে।

দলের এক নেতা বলছেন, সরকার নিজেই লবিস্ট নিয়োগ করে অপপ্রচার চালাচ্ছে বিএনপির নামে। অন্যদিকে, আওয়ামী লীগের এক নেতা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্টে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি প্রমাণিত। এ নিয়ে আর মিথ্যাচার করে লাভ হবে না।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতরে পাঠানো বিএনপির মহাসচিবের চিঠি নিয়ে চলছে আলোচনা। রয়েছে দলটির বিরুদ্ধে লবিস্ট নিয়োগের অভিযোগও। যদিও এ বিষয়ে দলের অবস্থান এখনো পরিষ্কার করেনি বিএনপি।

গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) মির্জা ফখরুল লবিস্ট নিয়োগের কথা প্রথমে স্বীকার করলেও পরে তা অস্বীকার করেছেন। দলটির এক নেতা বলছেন- সরকার নিজে লবিস্ট নিয়োগ করে উল্টো বিএনপিকে বেকায়দায় ফেলতে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি যদি বেশি ক্ষতি করে দেশের, মনে করেন (সাংবাদিক) তো বিএনপিকে প্রতিহত করার জন্য আপনারা অন্য প্রচার করেন। বিএনপিকে প্রচার করতে হচ্ছে যে, কিন্তু সেটা না করে লবিস্ট নিয়োগ করা, তারপর আবার মিথ্যা কথা বলা, তারপর জনগণকে বিভ্রান্ত করা এ রকম একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে কোনোভাবে এটা বলে সেটা বলে ক্ষতিগ্রস্ত করার জন্য।

আওয়ামী লীগ নেতারা বলছেন- বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি প্রমাণিত হয়েছে। এখন আর মিথ্যাচার করে কোনো লাভ হবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, এটা প্রমাণিত, তারা (বিএনপি) কখন বলবে করেছি, আবার কখন বলবে করিনি। এটা তাদের চিরাচরিত সুলভভাবে চালায়, মিথ্যাচার মিথ্যাচার আর মিথ্যাচার হলো বিএনপির সংস্কৃতি আর এটাই হলো তাদের রাজনীতি।

বিদেশি লবিস্ট নিয়োগে খরচ করা বিএনপির টাকার উৎস সম্পর্কে সরকার তদন্ত করছে বলেও জানান আওয়ামী লীগ নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন