অনলাইন ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালনে আমাদের কোনো আপত্তি নেই। তবে, আন্দোলন করার নামে কেউ রাস্তায় বসে পড়লে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও মন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। নির্বাচনের আগে বিএনপি অনেক কথা বলবে। পাশাপাশি অন্যদলও আছে। তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। তবে, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন, রাস্তাঘাট বন্ধ না করেন, নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন।’