মোংলা প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১টায় শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া এ র্যালী পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে সকাল থেকে শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে জড়ো হতে থাকেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র্যালীতে অংশ নেন কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।
সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এরপর রাতে সেখানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।