হোম অন্যান্যসারাদেশ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়াজনে রোববার দুপুরে শহরে ইটাগাছা হাটের মোড়ে উক্ত খাদ্য বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় উক্ত খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও পৌর মেয়র আলহাজ্জ তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক প্রমুখ।

অনুষ্ঠান থেকে এ সময় ৫ শতাধিক দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এ সময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাও. মাহমুদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন