হোম খুলনাসাতক্ষীরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের রাধানগর এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসান।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

প্রধান অতিথি এ সময় বলেন, জিয়াউর রহমান নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করেছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন। শহীদ জিয়া বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন। তিনি বাংলাদেশের মুক্তির অগ্রদূত ছিলেন। তাকে বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আলোচনাসভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন