হোম রাজনীতি বিএনপির পর এবার ইসির সঙ্গে বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দল

রাজনীতি ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ টিমের বৈঠকটি শুরু হয়।

ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলের চারজন হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

এর আগে গতকাল (শনিবার) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশন।

বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট। গত বুধবার ইইউর ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সিইসির নেতৃত্বে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন