হোম ফিচার বিএনপির নেত্রীরাও রাত-বিরেতে দূতাবাসে যায়: তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা রাত-বিরেতে বিদেশি দূতাবাসে যান। তাদের কিছু নারী নেত্রীও যান।

রোববার (২০ আগস্ট) প্রেসক্লাবে ‘গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় একথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে। বিদেশিদের হাতেপায়ে ধরেও লাভ হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা কোনো কথা বলেনি।

তিনি বলেন, এই দেশের ভাগ্য ঠিক করবে এদেশের মানুষ। বিএনপির বিদেশিদের কাছে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি।

ড. হাছান বলেন, ১৫ আগস্ট ঘটিয়েছে মোশতাক এবং জিয়া, ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছে খালেদা জিয়া ও তারেক রহমান। তারা জজমিয়া নাটক সাজিয়েছে। সামরিক বাহিনীর গ্রেনেড কিভাবে হামলাকারীদের হাতে গেলো? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া তা সম্ভব না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন