হোম ফিচার বিএনপির নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ বঙ্গবন্ধু উদ্যান

রাজনীতি ডেস্ক :

নৌকা ও ট্রলারে করে শত শত বিএনপি নেতাকর্মী ঢুকছেন বরিশালে। স্লোগান, মিছিলের জনপদে পরিণত হয়েছে এই নগরী। বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। যদিও ধর্মঘটের কারণে আশপাশের জেলা থেকে অনেকে দুইদিন আগেই উপস্থিত হন সমাবেশে।

বিএনপির গণসমাবেশে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। অন্য সমাবেশের মতো এখানেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খালি রাখা হয়েছে একটি চেয়ার। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে আজকের গণসমাবেশ। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ বঙ্গবন্ধু উদ্যান।

নেতাকর্মীরা জানান, অনেক কষ্ট করে গণসমাবেশ এসেছেন তারা। পথে পথে তাদের বাধা দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় সমাবেশের দলনেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বাধা-বিপত্তি ঠেলে নেতাকর্মীরা সমাবেশে আসছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এমন স্বতঃস্ফূর্ত জনগণকে কোনো বাধাই আটকে রাখতে পারবে না।

এদিকে, কর্মসূচিকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন