হোম ফিচার বিএনপির নিবন্ধন বাতিলের দাবি পরশের

রাজনীতি ডেস্ক:

বিএনপির নিবন্ধন বাতিলসহ চার দফা দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এই দাবির কথা জানান।

তিনি বলেন, দেশব্যাপী বিএনপির রাজনীতি বন্ধসহ চারটি দাবি নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছি। আমাদের দাবি আবেগের দাবি না, এই দাবি কেবলই যৌক্তিক দাবি না, এই দাবির পেছনে কিছু কারণও রয়েছে।

পরশ আরও বলেন, ১৫ আগস্টের হত্যার পেছনের কুশীলবদের বের করে আনতে হবে। জাতিকে কলঙ্কমুক্ত করতে এই ‘৭৫ এর নেপথ্যে কী ছিল তা জানা প্রয়োজন।

দেশের নাগরিক ও যুব সমাজ সবার দাবি ১৫ আগস্টের ঘটনার পেছনের নেপথ্যে যারা রয়েছেন তাদের বের করে এনে তাদের শাস্তির আওতায় আনতে হবে, যোগ করেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে। বিএনপিকে অনেক সুযোগ দেয়া হয়েছে, তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না।

এদিকে একই অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত দেশে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে।

তিনি বলেন, আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন যারা দেখে তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের মানুষ যদি জীবিত থাকে তবে শেখ হাসিনার ওপর আর কোনো হামলা আমরা হতে দেবো না। ওই বিএনপি-জামায়াত যদি আসে আমাদের নেত্রীর ওপর হামলা করতে তবে তাদের এক বিন্দু ছাড় আমরা দেবো না।

তিনি আরও বলেন, মরতে হয় মরবো— তাও দেশের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে পুনরায় আবার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনবো।

নিখিল বলেন, খুনি জিয়াউর রহমান, দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও তার পত্নী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছি। এ দাবি শুধু যুবলীগের না এই দাবি দেশের প্রত্যেকটি মানুষের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন