হোম রাজনীতি বিএনপির তিন জেলা কমিটিতে নতুন নেতৃত্ব, হাবিব সাতক্ষীরা জেলা বিএনপির সমন্বয়ক

রাজনীতি ডেস্ক:

সরকারবিরোধী এক দফার চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে এবার গাইবান্ধা, হবিগঞ্জ ও সাতক্ষীরায় নতুন নেতৃত্বকে দায়িত্ব দিয়েছে বিএনপি। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তরে কথা জানান কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

জানা গেছে, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী অনেকদিন ধরে অসুস্থ এবং সদস্য সচিব আব্দুল আলিম আন্দোলন শুরু হওয়ার পর থেকে আত্মগোপনে চলে গেছেন। নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় আন্দোলনকে টেনে নেওয়ার জন্য হাবিবুর রহমান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক জেলে থাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদকে ভারপ্রাপ্ত সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসিম বিদেশে অবস্থান করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন