রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যতই আস্ফালন করুক, এ দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করে না বলেই তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চায় তারা (বিএনপি)।
রোববার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আজকের বিএনপির যে আন্দোলন, সে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন বা তারা নির্বাচনে যেতে চায় সে আন্দোলন নয়। তারা সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করে না, বিএনপি জানে সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না। তাই তারা এক-এগারোর কুশীলবদের নিয়ে সক্রিয়। বিএনপি ২০০৬ সালের মতো একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কায়েম করে, তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে দুই বছরের জন্য প্রলম্বিত করতে চায়, অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।
১০ ডিসেম্বরের গণসমাবেশে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রের ছক করছে অভিযোগ করে আওয়ামী লীগের এ নেতা রাজপথেই তাদের প্রতিহতের ডাক দেন।
সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে মাশুল দিতে হবে। বর্তমান সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যাবে না।
উল্লেখ, দীর্ঘ আট বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সমাবেশস্থলসহ শহরের বিভিন্ন মোড় ব্যানার-ফেস্টুনে সাজানো হয়, পুরো শহরে ছিল সাজ সাজ রব। নৌকার আদলে সাজানো হয় মঞ্চ। জাতীয় নির্বাচনের আগে জেলায় সৎ ও সাহসী নেতৃত্বের প্রত্যাশা করেন নেতাকর্মীরা।
সম্মেলনে জেলার ৭টি উপজেলা ২টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। বিকেল ৪টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা।
