হোম ফিচার ‘বিউটি সার্কাস’ দিয়ে প্লেব্যাকে অ্যাশেজ

বিনোদন ডেস্ক :

বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজের গান মানেই তারুণ্যের উন্মাদনা। এক যুগেরও বেশি সময় ধরে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে এই ব্যান্ডদলটি।

দীর্ঘসময় পর এই ব্যান্ডদলটি প্রথমবারের মতো যুক্ত হলো সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’-এর সঙ্গে। ‘অ্যাশেজ’-এর সব গানের মতো এটি লিখেছেন ও সুর করেছেন জুনায়েদ ইভান।

বিউটি সার্কাস সিনেমার নির্মাতা মাহমুদ দিদারের সঙ্গে অনেক আগে থেকেই অ্যাশেজের পরিচয়। তখন থেকে গান-চলচ্চিত্র নানা বিষয়ে তাদের আড্ডা হতো। বছর চারেক আগে তিনি এ সিনেমায় গানের ব্যাপারে বলেন তাদের। গানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। খারাপ সময় পেরিয়ে একটা মানুষের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটাই এ গানের বিষয়বস্তু।

২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘বিউটি সার্কাস’। এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। বিউটি নামের এক নারী, যে একটি সার্কাস দল চালায়, তার জীবন-সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন