জাতীয় ডেস্ক:
মালয়েশিয়া শ্রমবাজারে শ্রমিক পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা।
সোমবার (১০ জুন) সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ ঘটনা ঘটেছে। রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে লাঞ্ছনার শিকারের অভিযোগ করেন একাংশের নেতারা।
বায়রার জ্যেষ্ঠ সহ-সভাপতি রিয়াজ উল ইসলামসহ একাংশের সাধারণ সদস্যরা জানান, সকালে সংগঠনের বার্ষিক সাধারণ সভার রেশে তাদেরকে লাঞ্ছনা ও হেনস্থার শিকার হতে হয়েছে। বর্তমান কমিটির সভাপতি ও সেক্রেটারি মালয়েশিয়ার শ্রমবাজারে সেই সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সংগঠনটির সাধারণ সদস্যদের দাবি অগ্রাহ্য করেছেন।
এছাড়া বিদেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সাধারণ সদস্যদের বঞ্চিত করা, মালয়েশিয়ায় ৫০ হাজার কর্মী যেতে না পারা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম দুর্নীতি, শ্রমবাজার বন্ধ হওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন এই একাংশের নেতারা।