বিনোদন ডেস্ক:
গত কয়েক মাস ধরে লাগাতর হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ফলে তার নিরাপত্তা সময়ের সঙ্গে আরো বেড়েছে। এবার নতুন বছরের শুরুতে অভিনেতার বাড়িতেও বাড়তি নিরাপত্তার জোরদার করা হল। বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ।
এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অন্যতম কারণ হলো, খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত রাজনীতিক বাবা সিদ্দিকীর হত্যা। সালমানের বাড়ির বারান্দায়ও বুলেটপ্রুফ গ্লাস বসানো হয়েছে, যেখানে তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে নিরাপত্তার জন্য আরো কিছু পরিবর্তন করা হয়েছে। উচ্চপ্রযুক্তির সিসিটিভি সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করবে এবং যে কোনো আক্রমণ রোধে সহায়তা করবে।
বিগত কয়েক বছরে সালমান খান নিয়মিত হুমকির সম্মুখীন হচ্ছেন, যা আরো বৃদ্ধি পেয়েছে। তার বাবা সেলিম খানকেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। এপ্রিল মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাইকারদের গুলি চালানোর ঘটনায় সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপর মুম্বাই পুলিশ খানের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও খান এবং তার পরিবারের জন্য সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করেন। এই ঘটনার পর, সালমান খান অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন।
প্রসঙ্গত, এই আক্রমণগুলি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে, যিনি কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় খানের নাম আসার পর থেকেই তাকে হুমকি দিয়ে আসছেন। আরো জানা গেছে, বিষ্ণোইয়ের ভাই অনমলকেও বাবা সিদ্দিকীর হত্যা মামলায় যুক্ত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক করা হয়েছে।