ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকিরের নেতৃত্বে বিজয় র্যালি অত্র ইউনিয়ন পরিষদ চত্ত¡র থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।