ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি সচিব মো. সোহেল রানা, ইউপি সদস্য মো. সাঈপুল ইসলাম, খান জাহিদহাসান, শেখ জাহেদহুসাইন, রুস্তুম শেখ, মোমেনা বেগম, সাবেক মেম্বর শেখ লিয়াকত আলী, পিআইও অফিসের আবু সাঈদ প্রমূখ।
এদিন, মোট ক্ষতিগ্রস্থ সাতটি পরিবারের মাঝে মোট ১৮বান ঢেউটিন ও ৪৮হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
