ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও জুলাই বিপ্লব-২০২৪ উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এতে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি শেখ ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ।
সহকারী শিক্ষক শেখ মোহম্মদ আলীর সঞ্চালায় আরো বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা আব্দুস সত্তার, কৃতি শিক্ষার্থী রুম্মান খান, অর্পনা দাস, মায়িসা জান্নাত প্রমূখ। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ২২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।