হোম অন্যান্যশিক্ষা বাস ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বাস ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 162 ভিউজ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ভাড়ায় চালিত ‘নিউ এসবি সুপার ডিলাক্স’ বাসের ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে। গত শনিবার (০২ মার্চ) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার সময় বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানি আহমেদ মিথুনের সাথে এ ঘটনা ঘটে।

পরে রোববার (০৩ মার্চ) এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়ে পরিবহন প্রশাসক, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিতে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগ পত্র সূত্রে, গত শনিবার ক্যাম্পাসের ভাড়া বাসে উঠার সময় সানি আহমেদ দেখেন বাসের ড্রাইভার ও হেলপার বাসে বহিরাগত যাত্রী তুলছে। পরে সানি বহিরাগতদের তুলতে নিষেধ এবং দ্রুত গাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে বাসের হেলপার তার বাবা-মা তুলে গালাগালি শুরু করে। পরে তাকে বাস থেকেও নামিয়ে দেওয়া হয়। এসময় সে ভিডিও করতে গেলে ড্রাইভার ও হেলপার তাকে প্রাণনাশের হুমকি এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এর পর্যায়ে তারা ফোন নিয়ে ভিডিও ডিলিট করতে জোরাজুরি করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এলে তারা (হেলপার ও ড্রাইভার) ভুক্তভোগীকে রেখে বাস নিয়ে চলে আসে।

ভুক্তভোগী সানি আহমেদ মিথুন বলেন, তারা আমাকে বাস থেকে বের করে দেয়। এক পর্যায়ে আমার ফোনও কেড়ে নিতে চায় তারা। আমি ফোন না দিলে মারধর করে। একজন বাস ড্রাইভার ও হেলপার কর্তৃক মারধরের বিষয়টি আমাকে চরম ব্যথিত ও লাঞ্ছিত করেছে যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি মেনে নিতে পারছি না।

অভিযুক্ত বাস ড্রাইভার রোকন বলেন, আমার উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সেখানে মারধরের কোন ঘটনা ঘটেনি। তবে বাসে আমার পরিচিত কয়েকজন যাত্রী ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা অভিযুক্ত ও ভুক্তভোগীর সাথে কথা বলেছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ওই চালককে ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয়েছে। পরবর্তীতে অন্য চালকরাও যেন এমন কোনো কিছু করার সাহস না পায় সেই ব্যবস্থা নিবো।

ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। বিষয়টি খুবই অন্যায় হয়েছে। মৌখিক বক্তব্যের জন্য ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তবে তাকে পাওয়া যায়নি। আগামীকাল তার সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নিবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন