হোম রাজনীতি বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশ

রাজনীতি ডেস্ক:

ঢাকাসহ সারাদেশে বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনাসহ সাম্প্রতিক নাশকতার প্রতিবাদে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাস-ট্রেনে অগ্নিকাণ্ড থেকে শুরু করে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। নাশকতার শিকার থেকে বাদ পড়েনি নারী থেকে শিশু কেউই।

সাম্প্রতিক এই নাশকতার প্রতিবাদে পদযাত্রা এবং প্রতিবাদ সমাবেশ করে ব্রিগেড- ৭১ এবং ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন নামে মুক্তিযোদ্ধাদের দুইটি সংগঠন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে এ পদযাত্রা করেন তারা।

এর আগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন। নাশকতা প্রতিহত করে আগামী নির্বাচনে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান আলোচনভায় উপস্থিত বক্তারা।

বক্তারা বলেন, সব ধরণের নাশকতাকে প্রতিহত করে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দেয়ার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।

ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ছেলেমেয়েরা তথ্য প্রযুক্তির আলোকে এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ গঠনে তারা আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশে আমাদের ভূমিকা হলো রাষ্ট্রের উন্নয়নের গতিধারার একটি বিশেষ অংশ। এটাকেই বলে স্মার্ট বাংলাদেশ। এখানে কোনো নাশকতা বা অগ্নিসংযোগ হবে না।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, ‘আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবিলা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন করেছিলেন, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও আজ মোকাবিলা করছেন। সুতরাং আমাদের আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, সত্য ও ন্যায়ের পক্ষে আপনারা যেমন অস্ত্র ধরেছিলেন, এই আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ভোট দিবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন