হোম রাজনীতি বাস্তবের নায়ক হতে চাই: ফেরদৌস

রাজনীতি ডেস্ক:

মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চেয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনভর কলাবাগান থানা এলাকায় জনসংযোগের পাশাপাশি আয়োজিত মতবিনিময়ে তিনি এ সুযোগ চেয়েছেন।

জনগণের নায়ক হওয়ার আশা জানিয়ে ফেরদৌস বলেন, ‘তথাকথিত পলিটিক্স নয়, বরং জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। শুধু পর্দায় নয়, বাস্তবেও আজীবন নায়ক হয়ে থাকতে চাই।’

এদিকে পর্দার নায়ককে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ভোটার ও সমর্থকরাও। কেউ ফুল দিয়ে বরণ করেছেন, কেউ তুলেছেন ছবি, কেউ আবার উন্নয়নের দাবি জানিয়েছেন তার কাছে।

যারা বিরোধিতা করছেন তারা কেউ টিকবে না বলে মন্তব্য করেন ফেরদৌস। তিনি বলেন, প্রতিপক্ষ যে-ই হোক, জনগণের ওপরই শতভাগ আস্থা রয়েছে আমার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন