হোম খুলনাবাগেরহাট বাসের সাইট বক্সে থেকে হরিণের মাংস জব্দ, কনট্রাকটর ও হেলপার আটক 

বাসের সাইট বক্সে থেকে হরিণের মাংস জব্দ, কনট্রাকটর ও হেলপার আটক 

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ
জসিম উদ্দিন:
সুন্দরবন থেকে হরিণ শিকার করে বাসের সাইট বক্সে করে  মাংস নেওয়ার সময় দুইজনকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার ( ১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার সময়   বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাট বাজার-মঠবাড়িয়া নামক  এলাকায় টহলদানকালীন সময় রাজীব পরিবহন ( ঢাকা মেট্টো- ব-১৫-৭৪৩১) বাসের সাইট বক্সের ভিতর তল্লাশী করে বস্তাবন্দী একটি ককসিটে  ১০ কেজি হরিণের মাংস জব্দ করে। এসময়  বাসের কন্ডাকটর আঃ ছালাম ( ৪০) ও হেলপার হেল্লাল(২৫) কে আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান,আটক আসামী আ: সালাম বাগেরহাটের কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে। এবং অপর আসামী হেল্লাল বাগেরহাটের মোড়লগন্জ উপজেলার মো: বারেক এর সন্তান। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাটানো হবে বলে জানান এই বন কর্মকর্তা। ##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন