জাতীয় ডেস্ক :
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিম কুমার দাস (৫০) একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।