হোম জাতীয় বাসভাড়া পাঁচ টাকা বেশি নেয়ায় জরিমানা ৬ হাজার টাকা

জাতীয় ডেস্ক :

জ্বালানি তেলের দাম কমানোর পর সারা দেশের গণপরিবহনে বাসভাড়া পুনর্নিধারণ করা হয়েছে। তবে নতুন নির্ধারিত ভাড়া নিতে এখনও টালবাহানা করছে চালক ও সুপারভাইজাররা।

নতুন নির্ধারিত ভাড়া না নিয়ে বেশি টাকা আদায় করায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে জরিমানাও করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) কারওয়ানবাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার ভাড়া ২৫ টাকা নেয়ায় ৩ নম্বর পরিবহনের একটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

এ বিষয়ে মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতি কিলোমিটারে দুই টাকা ৪৫ পয়সা নির্ধারিত নতুন ভাড়া পরিবহনগুলো নিচ্ছে কি না, তা তদারকি করতে সকাল থেকে বনানী এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। যেসব বাসের বিরুদ্ধে ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সেটির সত্যতা মিলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ৩ নম্বর পরিবহনের বাসটি নির্ধারিত ভাড়া থেকে যাত্রীপ্রতি পাঁচ টাকা করে বেশি ভাড়া নেয়ায় আইন অনুযায়ী ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জ্বালানি তেলে দাম কমানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বুধবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২০ পয়সার জায়গায় ২ টাকা ১৫ পয়সা করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫০ পয়সার জায়গায় ২ টাকা ৪৫ পয়সা করা হলো।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন