হোম জাতীয় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জাতীয় ডেস্ক :

নড়াইলে সদর উপজেলার বাসচাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) দুপুরে নড়াইল মাইজপাড়া আঞ্চলিক সড়কের শাহাবাদ বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মোল্লা শাহাবাদ ইউনিয়নের তুজোরডাঙ্গা গ্রামের আবু তালেব মোল্লার ছেলে।

সদর থানার পরিদর্শক তদন্ত মো. মাহামুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মোল্লা ভাড়ায় মোটরসাইকেল চালায়। দুপুরে শাহাবাদ বাজার থেকে মাইজপাড়া যাচ্ছিলেন তিনি। এ সময় শাহাবাদের সরোষপুর বেলতলা এলাকায় বিপরীতদিক থেকে আসা নড়াইল-বুনোগাতী রুটের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রিপনের মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর রিপনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন