হোম জাতীয় ‘বালুখেকো’ সেলিমের জামিন শুনানি ১২ অক্টোবর

জাতীয় ডেস্ক :

৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের জামিন শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সেদিন দুদকের প্রতিবেদন পাওয়ার পর আবার জামিন শুনানি হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

শুনানি শেষে বিচারক আগামী ১২ অক্টোবর আদালতে দুদকের অনুসন্ধান প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। একই সঙ্গে আদালত আরও জানান, ১২ অক্টোবর পর্যন্ত সেলিম চেয়ারম্যান আদালতের আওতায় থাকবেন।

এদিন প্রায় দেড় ঘণ্টা আসামিপক্ষ এবং দুদকের পাল্টা বক্তব্য শোনেন আদালত। দুদক আইনজীবী এ সময় সেলিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য জামিন না দিতে অনুরোধ করলেও আসামিপক্ষ বলেন, শুধুমাত্র এফআরআইয়ের ওপর নির্ভর করে সেলিম খানের জামিন নামঞ্জুর করা যৌক্তিক হবে না।

এর আগে হাইকোর্টের আগাম জামিন স্থগিত করে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেলিম খানকে আত্মসমর্পণ করার আদেশ দেন চেম্বার আদালত।

গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানকে হাইকোর্টের দেয়া চার সপ্তাহের জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৪ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

উল্লেখ্য, সেলিমের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ আগস্ট মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, সেলিম অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম যে সম্পদের বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসঙ্গতি পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন