হোম অন্যান্যসারাদেশ বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ
ইবি সংবাদদাতা:
বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীর ব্যানারে তারা এ মানববন্ধন করেন তারা। এসময় তারা এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বিভিন্ন সময়ে অনেক টাকা ফি দিতে হয়। এছাড়া যাতায়াত ও থাকা খাওয়া ভাড়া মিলে আমাদের ও আমাদের পরিবারের উপরে অনেক চাপ পড়ে যায়। আমরা এই অযৌক্তিক ফি’র প্রতিবাদে আগেও মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় নি। আমরা এই অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি অতিদ্রুত বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোন অন্যায় আবদার করছি না। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।
তারা আরও বলেন, আমাদের প্রথমেই রেজিষ্ট্রেশন এর জন্য ১০৮০ টাকা দিতে হয়। এর পরে আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। অথচ বাংলাদেশের সকল চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলে আমাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই অনতিবিলম্বে সকল চাকরির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন