হোম অন্যান্যসারাদেশ বার কাউন্সিলে বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

বার কাউন্সিলে বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ
ইবি সংবাদদাতা:
বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে আইন অনুষদ ভুক্ত আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, আইন বিভাগ এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘বৈষম্যমুলক ফি বাতিল চাওয়া আমাদের অধিকার, কোন অযৌক্তিক আবদার নয়’, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’ ও ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন
এসময় শিক্ষার্থীরা বলেন, বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফিয়ের সাথে সামঞ্জস্য রেখে বার কাউন্সিলের ফি নির্ধারন করতে হবে। আমরা সাধারণ পরিবারের সন্তান। আমরা আশা রাখি গুরুত্বপূর্ণ পজিশনে গিয়ে দেশের জন্য কাজ করব কিন্তু আমরা যদি বিভিন্ন বৈষম্যের কারণে সেই জায়গাতেই না যেতে পারি তাহলে দেশের সেভা করব কিভাবে? বাংলাদেশর সকল চাকরির ক্ষেত্রে ২০০টাকা ফি নির্ধারণ করা হয়েছে অথচ বার কাউন্সিলের ক্ষেত্রে বেশি টাকা দিতে হয়।
তারা আরো বলেন, এতো বড় একটা গনঅভ্যূত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। বার কাউন্সিলের রেজিষ্ট্রেশনের জন্য প্রায় এক লাখ টাকা দিতে হয় যা  আমাদের উপর অন্যায়। আমরা চাই অনতিবিলম্বে সকল চাকরির সাথে মিল রেখে ফি নির্ধারণ করতে হবে। নতুবা আমরা আরো কঠোর কর্মসুচি দেবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন