হোম খেলাধুলা বার্ল ঝড়ের পরও সিরিজ জিততে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক :

অঘোষিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও আজ দাপট দেখিয়েছে স্পিনাররা। তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন জিম্বাবুয়ে ব্যাটার রায়ান বার্ল। নাসুমের এক ওভারেই তুলে নিয়েছেন ৩৪ রান! তবে বার্ল ঝড়ের পরও স্বাগতিকদের নাগালেই রেখেছে বাংলাদেশ। ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান। সিরিজ জিততে টিম টাইগার্সের লাগবে ১৫৭ রান।

মঙ্গলবার (২ আগস্ট) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের শুরুটা হয়েছিল ইতিবাচক। প্রথমে আক্রমণে আসা মুস্তাফিজকে চার হাঁকিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন রেজিস চাকাভা। এরপর দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রেইগ আরভিনও মেহেদী হাসানকে ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দিলেন যেন। তবে বেশিক্ষণ মোমেন্টাম ধরে রাখতে পারেনি তারা।

প্রথম টি-টোয়েন্টিতে বেশ খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচে একাদশেই ছিলেন না নাসুম আহমেদ। সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও আস্থা রাখা হলো তার ওপর। প্রতিদানও দিলেন হাতেনাতে। ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দিলেন দলকে। তুলে মারতে গিয়েছিলেন চাকাভা, শর্ট এক্সট্রা কাভারে লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নিয়েছেন আফিফ হোসেন। চাকাভা ফিরেছেন ১০ বলে ১৭ রান করে।

নাসুমের পর জোড়া আঘাত মেহেদী হাসানেরও। আগের বলে এলবিডব্লিউর জোরাল আবেদন করলেও সফল হননি, পরের বলে দিলেন ইয়র্কার। সামনে এসে খেলার চেষ্টায় ব্যর্থ ওয়েসলি মাধেভেরে। ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। মাধেভেরে ফিরেছেন ৮ বলে ৫ রান করে।

মাধভেরেকে আউটের পর জিম্বাবুয়ের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান সিকান্দার রাজাকেও ফিরিয়েছেন পরের বলেই। তুলে মারতে গিয়ে ফাইন লেগে শরীফুলের হাতে ধরা পড়ার আগে রানের খাতাই খুলতে পারেননি চলতি সিরিজের সেরা এ ব্যাটার। ৪৫ রানে ১ উইকেট থেকে জিম্বাবুয়ে পরিণত হয় ৪৫ রানে ৩ উইকেটে।

আগের ম্যাচে জিম্বাবুয়ে শিবিরে একাই ধস নামিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাই তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। তবে অধিনায়কত্বে অভিষেকের দিনে বল হাতে শুরুটা ভালো হয়নি আজ। ইনিংসের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে এসে ১৫ রান দিয়েছেন। তার আগে বাংলাদেশের কোনো অধিনায়ক টি–টোয়েন্টিতে অধিনায়কত্বের অভিষেকে প্রথম ওভারে ৭ রানের বেশি দেননি।

তবে শুরুটা খরুচে হওয়ার পর দ্রুতই লাগাম টেনে ধরেছেন এ অলরাউন্ড স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেই সাফল্যের দেখা পেয়েছেন। মোসাদ্দেকের বলে ব্যাকফুটে গিয়ে ঘুরিয়ে খেলতে গিয়ে সাজঘরে ফিরেছেন শন উইলিয়ামস।

নাসুম-মেহেদী-মোসাদ্দেকদের পর বল হাতে সাফল্য পেলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দশম ওভারে বোলিং করতে এসেই ফেরান জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিনকে। অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে মিস করে গেছেন আরভিন। প্রথম দফা ঠিকঠাক গ্লাভসে নিতে না পারলেও উইকেটকিপার এনামুল হক স্টাম্পিং করেছেন ঠিকই। ১০ রানের ব্যবধানে চারটি উইকেট হারায় স্বাগতিকরা।

দ্রুত উইকেট হারানোর মিছিলে এক প্রান্তে ঝড় তুললেন রায়ান বার্ল। জিম্বাবুইয়ান এ ব্যাটার প্রথম ১৪ বলে করেছিলেন মাত্র ৯ রান। নাসুমের করা পরের ৬ বলে তুললেন ৩৪ রান! নাসুমের প্রথম চার বলে বার্ল মারেন চারটি ছক্কা।

পঞ্চম বলের আগে মাহমুদউল্লাহ-মোসাদ্দেকের সঙ্গে ছোটখাট মিটিংও হয়েছে নাসুমের। তবে পঞ্চম বলে ওভার বাউন্ডারি অল্পের জন্য মিস হলেও চার হয়েছে ঠিকই। শেষ বলে লং অফ দিয়ে আবারও ছক্কা মেরেছেন বার্ল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে সর্বোচ্চ রান দেয়া বোলার হয়ে গেলেন নাসুম। সব মিলিয়ে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান দিলেন তিনি।

হাসান মাহমুদের বলে সাজঘরে ফেরার আগে জিম্বাবুয়ে ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গড়েন রায়ান বার্ল। মাত্র ২৮ বল মোকাবিলায় ২ চার ও ৬ ছক্কায় করেছেন ৫২ রান।

এদিকে, সিরিজ নির্ধারণী ম্যাচেও আস্থার প্রতিদান দিলেন পেসার হাসান মাহমুদ। স্পিনারদের দাপটের দিনে বল হাতে আলাদা ভাবে নজর কাড়লেন এ পেসারও। ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া আগের থেকে মিতব্যয়ী ছিলেন মুস্তাফিজও। নির্ধারিত ৪ ওভারে ২২ রান দিয়ে একটি শিকার তার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন