হোম জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে আনু মুহাম্মদকে, ভালো আছেন দাবি স্বাস্থ্যমন্ত্রীর

বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে আনু মুহাম্মদকে, ভালো আছেন দাবি স্বাস্থ্যমন্ত্রীর

কর্তৃক Editor
০ মন্তব্য 180 ভিউজ

জাতীয় ডেস্ক:

ট্রেনে কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় মন্ত্রী জানান, অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ভালো। তাকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। আনু মুহাম্মদের উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, গতকাল রোববার রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন দুর্ঘটনায় এক পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন