জাতীয় ডেস্ক :
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গতকাল (শনিবার) আমি বলেছি, বাবুল আক্তার একজন চতুর ব্যক্তি। আমি আর কিছু বলিনি। অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারব না।
তিনি বলেন, তবে তদন্তে যদি সঠিক ব্যবস্থা হয়; আমরা সেটা দেখব। সঠিক না হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
আসছে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের পর রোববার (১১ সেপ্টেম্বর) তিনি এমন মন্তব্য করেছেন।
এসময় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চায় না, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চায় বলেও জানিয়েছেন মন্ত্রী।
মিয়ানমারের সামরিক বাহিনীর গোলা বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমরা তো যুদ্ধ করতে চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করব। আজকের সিচুয়েশন সেখানে গোলা-বারুদ কমে গেছে।
