হোম খুলনানড়াইল বাবা হারালেন নড়াইলের সাংবাদিক জিয়াউর রহমান জামি

বাবা হারালেন নড়াইলের সাংবাদিক জিয়াউর রহমান জামি

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ
নড়াইল প্রতিনিধি :
নড়াইলের সাংবাদিক জিয়াউর রহমান জামির বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আতিয়ার রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আতিয়ার রহমান নড়াইল পৌরসভার আলাদাতপুরের বাসিন্দা ও বিজয় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক জিয়াউর রহমানের বাবা। এছাড়া তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক ছিলেন।
স্বজন সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আতিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ নানাবিধ সমস্যায় ভুগছিলেন। সোমবার তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তিনাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা করেন পরিবারবের লোকজন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবা এশার নামাজের পর জানাযা শেষে তাকে রাতেই তাকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রাক্তন শিক্ষক আতিয়ার রহমানের মৃত্যুতে নড়াইলের শিক্ষক ও সাংবাদিক সমাজসহ অনেকেই শোক জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন