কিশোরগঞ্জ প্রতিনিধি :
দেশে জেঁকে বসেছে শীত। এই কন কনে শীতে মাথা গোঁজায় ঠাঁই না থাকায় বাবার দেওয়া মাদ্রাসার বাজারে এখানে সেখানে শুয়ে- বসে রাত কাটায় আশি বছরের বৃদ্ধা ফিরোজা। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী গ্রামের আরব আলী খানের মেয়ে ফিরোজার স্বামী- সন্তান কেউ নেই। থাকতেন বাবার বাড়িতে।
বাবার সকল সম্পত্তি মাদ্রাসায় দান করে যাওয়া ও তার কোন সম্পত্তি না থাকায় এখন রাত কাটান এখানে সেখানে আর খোলা আকাশে। গত রাত সাড়ে নয়টায় তাকে দেখা গেছে বাজারের ভেতর মাদ্রাসা গেইটের কাছে একটা পাতলা কম্বল জড়িয়ে নীরবে বসে থাকতে।
স্থানীয়রা জানান, আরব আলী খানের কোন ছেলে সন্তান না থাকায় আরব আলী তার প্রায় ১৮৭ শতাংশ সম্পত্তি দান করে যান মাদ্রাসার নামে। ৪ মেয়ের মধ্যে ৩ মেয়ের বিভিন্ন স্থানে বিয়ে হয়ে গেলেও বড় মেয়ে ফিরোজা স্বামী- সন্তান এবং মাথা গোঁজার ঠাঁই না থাকায় থাকেন এখানে ওখানে।
