জাতীয় ডেস্ক :
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধাকে পানিতে ফেলে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মেয়ে শাহিনা আক্তার (৩৭), জামাই মো. নূর নবী সুমন (৪০) ও নাতি ইউসুফ শামীমকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মুর্তাহীন বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান।
এর আগে গত মঙ্গলবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুরের সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মো. মাহফুজুর রহমানের ছেলে মো. নূর নবী সুমন, তার ছেলে ইউসুফ শামীম ও সুমনের স্ত্রী শাহিনা আক্তার।
পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল তার মেয়ে শাহিনা ও জামাই নূর নবী সুমনের। গত ৩০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে মহিনের সঙ্গে মেয়ে শাহিনা, জামাই সুমন ও নাতি শামীমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রথমে নিজের বাবাকে (মহিন উদ্দিন) ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন শাহিনা আক্তার। পানি থেকে উঠে এলে তাকে কিল-ঘুষি দেন জামাই নূর নবী ও নাতি ইউসুফ শামীম। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মহিন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার আরও বলেন, সমাজের মানবিকতার অভাব হওয়ায় এমন জঘন্যতম অপরাধ সংঘটিত হয়েছে। মহিন উদ্দিন হত্যাকাণ্ডের পর তার দ্বিতীয় মেয়ে বিবি কুলসুম লাভলী বাদী হয়ে চারজনকে আসামি করে কবিরহাট থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে রিমান্ড ও জবানবন্দির আবেদন করা হবে।