জাতীয় ডেস্ক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে আড়াই লাখ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আবদুল মালেক (৪৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ার আবদুস সালামের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়ার একটি বাড়িতে মাদকের বড় একটি চালানের গোপন খবর আসে। এরপর র্যাব সদস্যরা সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেললে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ সময় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে শয়নকক্ষে ইয়াবার চালান মজুত থাকার তথ্য জানায়। পরে তার দেওয়া তথ্য মতে, শয়নকক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় আড়াই লাখ ইয়াবা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা খাইরুল।
