হোম অর্থ ও বাণিজ্য বাণিজ্য মেলা থেকে ৪০০ কোটি টাকার রফতানি আদেশ পেল বাংলাদেশ

বাণিজ্য মেলা থেকে ৪০০ কোটি টাকার রফতানি আদেশ পেল বাংলাদেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরে প্রায় ৪০০ কোটি টাকার রফতানি আদেশ পেয়েছে বাংলাদেশ। এছাড়া এক মাসব্যাপী এ মেলায় প্রায় ১৫০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মেলার সমাপনী দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, এবারের মেলায় ইতোমধ্যে ৩৯১ কোটি ৮২ লাখ টাকার রফতানি আদেশ পেয়েছে বাংলাদেশ। সামনে এর পরিমাণ আরও বাড়বে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, রফতানি বাড়াতে আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে। দেশিয় পণ্যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ আনতে আগামী মেলায় সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।

রফতানি বাড়াতে দেশের উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশি প্রতিনিধিদের ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন রফতানি পণ্য বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বর্ষপণ্য হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে সারাদেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

এসময় আরও উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন