বাণিজ্য ডেস্ক :
বড় পরিসরে বিরাট আয়োজন; প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম। অথচ কোথাও নেই বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের কোনো ব্যবস্থা। এমনই অবস্থা এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের শুরু থেকেই দর্শনার্থীরা ঘুরে-ফিরে সময় কাটাতে আর পছন্দমতো পণ্য কিনতে ভিড় করছেন।
দেশি-বিদেশি ৩৩১টি স্টল-প্যাভিলিয়ন ঘুরে দেখা ও কেনাকাটা সারতে গিয়ে ক্লান্ত হলে অবশ্য স্বল্প পরিসরে বসে বিশ্রামের জায়গাও রেখেছে মেলার আয়োজক কর্তৃপক্ষ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তবে তারা কোথাও বিনামূল্যের পানি সরবরাহের কোনো ব্যবস্থা রাখেনি; যা থাকা দরকার বলে মনে করেন ক্রেতা-দর্শনার্থীরা।
এক দর্শনার্থী বলেন, আমরা পরিবারের ১০ থেকে ১২ জন মিলে একসঙ্গে এসেছি। তাছাড়া শিশুরা সঙ্গে থাকায় আমাদের ঘোরাঘুরিও বেশি হয়েছে। তবে এখানে কোথাও কোনো পানির বুথ খুঁজে পাইনি। এদিকে খাবারের দোকানেও কোনো পানি বিক্রি করছে না। পানি কিনতে চাইলে তারা বলছে যে তারা খালি পানি বিক্রি করছে না। পানি কিনতে হলে সঙ্গে অবশ্যেই অন্য কোনো খাবার কিনতে হবে।
পানির জন্য অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে অভিযোগ করে এক ক্রেতা জানান, এখানে যারা পানি বিক্রি করছেন, তাদেরকে একটি এক্সট্রা চার্জ হিসেবে ৫ টাকা বা ১০ টাকা দিতে হচ্ছে। এখানে পরিবেশ বেশ সুন্দর তবে পানির ব্যবস্থা থাকলে বেশ ভালো হতো। পানিটা অত্যন্ত ফ্রি রাখা উচিত ছিল। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে শিগগিরই কোনো ব্যবস্থা নেবে।
এদিকে ইপিবির সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলা প্রাঙ্গণে আগামী শুক্রবারের (৬ জানুয়ারি) আগেই বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। আমরা কোথায় পানির বুথ বসাবো তা নিয়ে আমরা আলোচনা করছি।
এবার মেলায় ঢুকতে শিশুদের জন্য ২০ টাকা ও বড়দের জন্য ৪০ টাকা মূল্যের টিকিট রাখা হয়েছে। ২০ একর জায়গা জুড়ে বসা মেলার পরিবেশে এখন পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্ট।
বিক্রেতারা বলেন, মেলার শুরু হিসেবে ভালোই ক্রেতা সমাগম রয়েছে। আশা রাখছি, সামনে আরও ভিড় হবে।
এক ক্রেতা-দর্শনার্থী বলেন, যতটুকু ঘুরলাম, এতে ভালোই লাগছে। সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে, তবে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হলে ভালো হতো। এখন একটু ভিড় কম। বিদেশি স্টলগুলোর পণ্য বেশ ভালো লেগেছে।
এবারের মেলায় ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্কসহ অংশ নিয়েছে ১২টি দেশ।