জাতীয় ডেস্ক:
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় অবরোধকারীরা।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে মোট আটটি আগুনের খবর পেয়েছে তারা। এর মধ্যে ঢাকা সিটিতে দুটি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভার) দুটি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি) দুটি, রাজশাহী বিভাগ (বগুড়া) একটি, রংপুর বিভাগে (পার্বতিপুর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাসএকটি লরি, একটি ট্রাক, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অবরোধকারীরা।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একইদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এদিন বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, প্রধান বিচারপতির বাসভবন ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ ছাড়া এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বিএনপি নেতাকর্মীরা। এর পরদিন ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালন করে তারা। ওইদিন হরতাল শেষে সন্ধ্যায় আবারও ৩১ অক্টোবর থেকে টানা তিনদিনের অবরোধের ঘোষণা দেয় বিএনপি।
অবরোধের প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালেই দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে অবরোধ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকেও এলো অগ্নিসন্ত্রাসের খবর।