অনলাইন ডেস্ক :
জাতীয় সংসদে ঘোষিত ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অন্তঃসারশূন্য কল্পনাপ্রসূত বাজেট হিসেবে আখ্যায়িত করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।
বাজেট ঘোষণার ২৪ ঘণ্টা পর শুক্রবার (১২ জুন) বিকেলে উত্তরার নিজ বাসায় আয়োজিত অনলাইন মিটিংয়ে দলের পক্ষে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি। ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ পথ পরিক্রমা” শিরোনামের এই বাজেট প্রকৃত অর্থে একটি অন্তঃসারশূন্য কল্পনাপ্রসূত কথার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। বাজেট জনবান্ধব হয়নি। বর্তমান সরকারের কাছ থেকে অবশ্য এর বেশি কিছু আশা করেও লাভ নেই। কারণ জনগণের কাছে এদের কোনো জবাবদিহিতা নেই।’তিনি বলেন, “করোনা সংকটের কারণে জাতি আজ এক মহাদুর্যোগকাল অতিক্রম করছে। মানুষের জীবন ও অর্থনীতিকে এ মহাসংকট থেকে উদ্ধারের জন্য যেখানে প্রয়োজন ছিল, প্রথাগত গতানুগতিক বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে একটি ‘বিশেষ করোনা বাজেট’ ঘোষণা করা। তা না করে অর্থমন্ত্রী গতকাল (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার একটি গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছেন। এ বাজেট জাতিকে হতাশ করেছে।”