হোম অন্যান্যসারাদেশ বাজিতপুরে ভ্রাম্যমান আদালতে আড়াই লক্ষ টাকা জরিমানা

বাজিতপুরে ভ্রাম্যমান আদালতে আড়াই লক্ষ টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আজ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫, ৬ ও ৮ এর অধীনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ও জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্সবিহীন ইটভাটা কার্যক্রম চালানোর অপরাধে মেসার্স নিউ কাদরী ব্রিক্সকে এক লক্ষ টাকা, মেসার্স মামুন ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা এবং দি হেলেনা ব্রিকস ফিল্ডকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, কাজী সুমন, বাজিতপুর থানা পুলিশের সদস্যরা।

কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী-৩, সংরক্ষিত কাউন্সিলর-১১ ও সাধারন কাউন্সিলর পদে ২৮ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন