কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাঁধা, প্রার্থী- সমর্থকদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন, বিএনপির মেয়র প্রার্থী এহসান কুফিয়া। আজ রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে বিএনপি’র মেয়র প্রার্থী এহসান কুফিয়া বলেন, মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।
৩০ জানুয়ারি প্রচারণায় ব্যবহৃত অটোরিকশা ও মাইক ভাঙচুর করে। এ সময় কর্মীদের মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। গত ১ ফেব্রুয়ারি আমার সামনেই কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এতে ৩ জন আহত হয়। ২ ও ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রচারণার অটোরিকশা ও মাইক ভাঙচুর করে।
গতকাল ৬ ফেব্রুয়ারি আমার উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির ১২ কর্মীকে আহত করে। কর্মী- সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকিসহ ভয়- ভীতি প্রদানের কারণে সবাই আতঙ্কে। এসব ঘটনার প্রতিকার চেয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর ১২টি লিখিত অভিযোগ দিলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ- সভাপতি আমিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ সহ দলীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
s